শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

ডুলাহাজারায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ডুলাহাজারায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

অনলাইন বিজ্ঞাপন

ডুলাহাজারা প্রতিনিধি॥
চকরিয়া উপজেলার ডুলাহাজারা মগছাড়াজুম এলাকায় মাছ চাষরত পুকুরে শত্রুতা মূলক খাদ্যের সাথে বিষ মিশিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্ত্যরা।
ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর বুধবার গভির রাতে।
জানা যায়, ক্ষতিগ্রস্থ ব্যক্তি পুকুর মালিক মৃত মফজল আহামদের পুত্র আব্দু সালাম(৫০) তার নিজস্ব মালিকানাধীন উক্ত পুকুরটিতে দীর্ঘদিন ধরে উন্নতি মূলক বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে পাহারা দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ করে আসছেন। কিন্তু গত ৩ মাস পূর্বে একই এলাকার তার এক ধান চাষা খাজনার উপর উক্ত পুকুরটি মাছ চাষ করার জন্য চেয়ে প্রস্তাব দেন। কিন্তু এতে পুকুর মালিক আব্দু সালাম পুকুর লাগিয়ত দিতে রাজি হয়নি। এ ঘটনার জের ধরে ঐ চাষা কিপ্ত হয়ে পুকুর মালিক আব্দু সালাম ও তার ছেলে জিয়াবুল করিম(২৮) কে বিভিন্ন প্রকার হুম্কি ধমকি দিয়ে আসছিল। এমনকি ঐ চাষা আমাকে ও আমার ছেলে জিয়াবুলকে হুম্কি দেয়ার সময় বলেছিলেন, আমরা কিভাবে মাছ চাষ করে লাভবান হই তিনি দেখে যাবেন। সর্বশেষ গত ৭ অক্টোবর বৃষ্টির সময় গভির রাতে দুর্বিত্তরা মাছের খাদ্যের সাথে বিষ মিশিয়ে পুকুরে প্রয়োগ করলে পুকুরের বিক্রির উপযুক্ত সব মাছ মারে যায়। আব্দু সালাম অভিযোগ করে বলেন, ঐ চাষারা-ই আমার এই ক্ষতিটা করেছে। তিনি বলেন এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM