বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি॥
টেকনাফে ১৩’শ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ। শনিবার সোয়া ২ টায় টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাাঁড়ির সামনে হোয়াইক্যং বাজারমুুখি একটি রিক্সা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম নুর হোসেন(১৬)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার দিল মোহাম্মদের ছেলেক।
পুলিশ সুত্রে জানা গেছে, সন্দেহের ভিত্তিতে একটি মোটর চালিত রিক্সাকে ফাঁড়ির সামনে থামিয়ে যাত্রী নুর হোছনকে তল্লাশী করলে তার শরীরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে নিষিদ্ধ মাদক ইয়াবা পাচারের দায়ে তাকে আটক করা হয়। হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ এসআই শামিউর রহমান জানান, ধৃত কিশোর নুর হোছনকে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন