বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন

জয়কে অপহরণ-চেষ্টা সেই এফবিআই এজেন্টের পাঁচ বছরের জেল

জয়কে অপহরণ-চেষ্টা সেই এফবিআই এজেন্টের পাঁচ বছরের জেল

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজর ডেক্স: 

03_269286প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের ষড়যন্ত্র’ করে যুক্তরাষ্ট্রে জেলে যাওয়া রিজভী আহমেদ সিজার তথ্য পাওয়ার জন্য যাকে ঘুষ দিয়েছিলেন, সেই এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কারাভোগের পর লাস্টিককে আরো দুই বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকতে হবে।

গত সোমবার নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্স ফেডারেল আদালতের বিচারক ভিনসেন্ট ব্রিকেটি এ রায় ঘোষণা করেন। এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক বর্তমানে আরেকটি মামলায় ১০ বছরের সাজা খাটছেন। দুই সাজা পরপর কার্যকর হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে লাস্টিককে ১৫ বছর কারাগারে কাটাতে হবে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রিট ভারারা জানিয়েছেন। একই ঘটনায় এর আগে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের সাড়ে তিন বছর কারাদণ্ড এবং ঘুষ লেনদেনে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক জোহানেস থালেরের আড়াই বছরের জেল হয়েছে। সূত্র-কালেরকন্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM