রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
মহেশখালী প্রতিনিধি॥
নব নির্বাচিত মহেশখালী প্রেস ক্লাবের শপথ অনুষ্টান গতকাল শুক্রবার ৯ অক্টোবর মহেশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন সমন্নয়কারী সিনিয়র সাংবাদিক মাহবুব রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচনের প্রধান কর্মকর্তা উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোরতাজ আহমদ। তিনি প্রেস ক্লাবের বিভিন্ন পদে নির্বাচিত ৭ জনকে অনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনের রিটানিং অফিসার মহেশখালী ডিগ্রি কলেজের সিনিয়র অধ্যাপক কানু কুমার চৌধুরী, সহকারী রিটানিং অফিসার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়েক হায়দার। বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র পুর্ণ চন্দ্র দে, উপকূল বাংলাদেশ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আবু জাফর, সহকারী উপাধ্যক্ষ শাহেদ খাঁন এমএ, সিঃ সাংবাদিক আমিনুল হক, মৌঃ রুহুল কাদের, নুরুল আলম, মোঃ বদিউল আলম, ছাদেক উল্লাহ ছিদ্দিকী সহ সরকারী অফিসের কর্মকর্তা, মহেশখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন সভাপতি হারুণর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল হক সিরাজ, সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুজতফা আলী, সাংগঠনিক সম্পাদক এম. রমজান আলী, অর্থ সম্পাদক এম. তারেক রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সরওয়ার কামাল। উপস্থিত লোকজনের সৌজন্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রিটানিং অফিসার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সি. শিক্ষক লায়েক হায়দার। পরে মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
উল্লেখ্য গত ২ অক্টোবর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্টিত হয়েছে।
মন্তব্য করুন