শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

টেকনাফে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ২৪ এপ্রিল ১৯

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ ডাকাত মোস্তাক (৩৮) নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থাল থেকে ৪টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধার করতে গিয়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত ডাকাত টেকনাফ সদর ইউনিয়নের লেংগুর বিল এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল এলাকার শীর্ষ ডাকাত মৃত বদিউজ্জামানের পুত্র মোস্তাক আহমদকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে লেংগুরবিল পাহাড়ী এলাকায় অস্ত্র ও ইয়াবা বিরোধী অভিযানে গেলে তার অনুসারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষায় গুলি চালালে একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে মোস্তাকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে থেকে অস্ত্র ও  ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহত মোস্তাক এলাকার শীর্ষ ডাকাত ও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM