বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের চৌফলদন্ডীর রবিজিয়া তাহফিজুল কোরআন হেফজখানা ও এতিমখানার দস্তার বন্দি অনুষ্টান সম্পন্ন হয়েছে।
১৯ এপ্রিল চৌফলদন্ডী ইউনিয়নের পূর্ব পাড়াস্থ খামার পাড়া জামে মসজিদে জুমা পরবর্তী ব্যতিক্রমধমী এক অনুষ্টানে ১২জন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাপড়ি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্টাতা মুবিন আলম,কালিরছড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ছৈয়দ নুর, হাফেজ আবদুল খালেদ,হাফেজ ওমর ফারুক,হাফেজ শফিউল আলম, শহিদ, শফিকুল ইসলাম,গনমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর,মোহাম্মদ আবদুল্লাহ নুরী, শামসুল আলম, মালেক ও হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, সৈয়দুল হক, সাহেদ,সাকিব,আরাফাত,
নাহিয়ান, আজিজুর রহমান, সেফায়েত, নুরুল আককাস,সায়েম,হারেছ, আবু ছৈয়দ ও সাদেক সহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
মন্তব্য করুন