শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায়  দু’যুবক নিহত, আহত-২৬

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায়  দু’যুবক নিহত, আহত-২৬

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ১৯ এপ্রিল,  ১৯
কক্সবাজার সদর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১ টায় টেকনাফ ও ২টায় সদরের দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মাঝে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফে যাত্রীবাহি ম্যাজিক মিনিবাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেলারোহিসহ দু’যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১১জন। তাদের মাঝে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে টেকনাফের  হ্নীলা আলীখালী-রঙ্গিখালীর মাঝামাঝি সৌরবিদ্যুৎ প্যানেল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার আবু শমার ছেলে হাজী গুরা মিয়া (৪০) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হকের ছেলে  মো: আয়াছ (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুখালীগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ী সাথে টেকনাফ গামী মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।   আশপাশের লোকজন দ্রুত এসে ঘটনাস্থাল থেকে আহতের উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতরা হলেন, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ২০৫৮ নাম্বার রুমের মোহাম্মদ হোছাইনের ছেলে সুলতান আমিন (৩৮), একই ক্যাম্পের ডি ব্লকের সুলতান আমিনের ছেলে মোঃ সলিম (১৩), থাইংখালী হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৬নং ব্লকের ৫০৯ রুমের আমির হোসাইনের ছেলে আয়াতুল্লাহ (৩৫), কুতুপালং লম্বা শিয়া ক্যাম্পের কবির আহমদের ছেলে  নবী হোসাইন (১৪), একই ক্যাম্পের জি/৩ ব্লকের মৃত অলি আজমদের ছেলে জমির হোসাইন (৩২), পালাংখালী সবিউল্লাহ হাড়া ক্যাম্পের ডি/৩ ব্লকের ১৪০ রুমের লালুর ছেলে আব্দুল আমিন (২২), জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আহমদ হোসেনের ছেলে আবাদ উল্লাহ (২৫), একই ক্যাম্পের সি/৭ ব্লকের ছৈয়দ নুরের ছেলে  এনায়েত হোসাইন (১৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ১১৬৬২৪ নাম্বার রুমের আনু মিয়ার ছেলে নজুম উল্লাহ (১৩), একই ক্যাম্পের এফ ব্লকের আব্দুল হামিদের ছেলে মোঃ জুবাইর (২০)সহ ১১ জন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে আশংকাজন হওয়ায় ২জনকে কক্সবাজার প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে নয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শরীফুলের নেতৃত্বে পুলিশ দল নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর এবং দূর্ঘটনা কবলিত গাড়ী দু’টি জব্দ করে।
এছাড়া আইএমও হাসপাতালে সেনা বাহিনী ও বিজিবির পৃথক টিম রয়েছে।
অপর দিকে, বেলা ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলা বাজার এলাকায় যাত্রীবাহি সী-লাইন মিনিবাস উল্টে গিয়ো দুর্ঘটনায় পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা বেগতিক দেখে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাসের যাত্রী স্কুল শিক্ষক  নজরুল ইসলাম। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেন । তবে, সবার নাম জানাতে পারেননি তিনি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীন আবদুর রহমান জানান, পৃথক দুটি দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে আনা হয়েছে। এদের মাঝে দুজনকে চমেকে রেফার করা হয়েছে। এ মূহুর্তে নাম গুলো মনে নেই।
W/R/S


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM