শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

কক্সবাজার হার্ট অ্যাটাকে হাজতির মৃত্যু 

কক্সবাজার হার্ট অ্যাটাকে হাজতির মৃত্যু 

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার, ১৯ এপ্রিল ১৯ 
কক্সবাজার জেলা কারাগারের এক হাজতির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া হাজতি মো. ইউনূস (৫৫) কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি বিচারাধীব একটি মাদক মামলায় ২০১৬ সাল হতে কারান্তরিন রয়েছেন।
কক্সবাজার জেলা কারাগারের তত্বাবধায়ক মো. বজলুর রশীদ আখন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনের মামলায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হতে কারান্তরিন ছিলেন মো. ইউনূস (হাজতি নম্বর-৬৭৩/১৬)। প্রতিদিনের মতো  শুক্রবার ঘুম থেকে সুন্দর ভাবেই উঠেন তিনি। কিন্তু সকাল ১০টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। ১০ টা ৪০ মিনিটে সেখানে পৌঁছার পর  চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন হার্ট অ্যাটাকে তিনি মারাগেছেন। ময়নাতদন্ত ও প্রশাসনিক কার্যক্রম শেষে মরদেহটি মৃতের স্বজনদের পরিবারে পৌঁছে দেয়া হয়েছে।
W/R/S


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM