শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২২ অপরাহ্ন

কক্সবাজারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার

কক্সবাজারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ১৯ এপ্রিল ১৯

১২ দিনের সরকারি সফরে আমেরিকায় যাচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন। এ সময়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার (উপ-সচিব)।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন’র সিএ মো: ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ১৯ এপ্রিল সকালে আমেরিকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। ফলে বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকালেই অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল আফসার (উপসচিব) কে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেন।

আমেরিকা সফরকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ‘ফিল্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অন ক্যাবিনেট এন্ড ফিল্ড এডমিনিস্ট্রেশন’ প্রোগ্রামের আওতায় জাতিসংঘ ও ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

জেলা প্রশাসক আগামী ১ মে দেশে ফিরবেন এবং ২ মে কক্সবাজার ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দায়িত্ব পালনকালিন সময় সকলের সহযোগিতা চাইলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার।

W/R


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM