মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণ রায়কে

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণ রায়কে

অনলাইন বিজ্ঞাপন

ডেক্স নিউজ:

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে। আজ বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির আরেক নেতা নিতাই রায় চৌধুরীর কন্যা।

নিপুণ রায় গণমাধ্যমকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি।

পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুণ রায়।

এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল। সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM