খাঁন মাহমুদ আইউব,টেকনাফ, ১৮এপ্রিল
কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি)র হাতে অপহৃত জেলেরা মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছে বলে জানা গেছে। জেলেদের অপহরনের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ অস্বীকার করেছে বলে দাবী করেন ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন।
কিন্তু এলাকার ইউপি সদস্য ফজলুল হক অপহৃত জেলেরা এলাকায় ফিরেছে বলে শুনলেও তিনি এখনো দেখেনি বলে জানান।
সূত্রে জানাগেছে, গত ১৬ এপ্রিল সকালে নাফনদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ইলিশ শিকাররত অবস্থায় মিয়ানমার থেকে স্পীডবোটে করে বিজিপির একটি দল অস্ত্রের মুখে জেলেদের জিম্মি তুলে নিয়ে যায়।
অপহৃত শাহপরীর দ্বীপ বাজার পাড়ার আলী উল্লাহর পুত্র আজিম উল্লাহ (মাঝি), কলিম উল্লাহর পুত্র মোহাম্মদ আবদুল্লাহ, ছৈয়দ আহমদের পুত্র আবুল কালাম ও পুরান বার্মাইয়া রশিদ উল্লাহর পুত্র মোহাম্মদ হাসান গোপনে দালালের মাধ্যমে ১ লক্ষ ২৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে দেশে ফিরে আসে।তবে গোপনে টাকা লেন-দেনের বিষয়টি ভয়ে বোট মালিক আমিন উল্লাহ সহ কেউ স্বীকার করছেনা।
এদিকে নাফনদীতে প্রশাসন কর্তৃক মাছ শিকারে নিষেধাজ্ঞা সত্বেও চুরি করে নদীতে মাছ শিকারে নামার কারণে সীমান্ত রক্ষী বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।এই সুযোগে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী জেলেদের আটক ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।ফলে ফিরে আসা জেলেরা আটক আতংকে আত্নগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন