শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

গর্ত ভরাটের কাজ করছে টেকনাফ পৌর কর্তৃপক্ষ

গর্ত ভরাটের কাজ করছে টেকনাফ পৌর কর্তৃপক্ষ

অনলাইন বিজ্ঞাপন

আয়ুব খান, টেকনাফ
“দেড় যুগেও কাংখিত উন্নয়ন হয়নি টেকনাফ পৌরসভা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে পৌর কর্তৃপক্ষের। বুধবার (১৭ এপ্রিল) পৌর কর্তৃপক্ষ শহরের বাস স্টেশন ও শাপলা চত্ত্বর এলাকার প্রাধান সড়ক সহ বেশ কয়েকটি সড়কে ইট-বালি দিয়ে সংস্কার কাজ চালিয়েছে।
গত ১৫ এপ্রিল দেশের শীর্ষ স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম ক্রাইম ওয়াচ,ক্রাইম নিউজ,পিপলস নিউজ,টেকনাফ টুডে,আলোকিত কক্সবাজার,আলোকিত টেকনাফ ও দৈনিক কক্সবাজার ৭১ সহ বেশ কিছু গন মাধ্যমে এক যোগে স্বচিত্র সংবাদ প্রকাশের জের ধরে টেকনাফ পৌর মেয়র হাজী ইসলাম নিজে উপস্থিত থেকে এসব সড়ক সংস্কার কাজ নিজে তদারকি করেছেন।এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র টেকনাফ উপজেলা প্রকোশলীর সাথে তিনি এই বিষয়ে দেখা করে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানা গেছে।খানাখন্দ ভরা এই সড়ক গুলো অন্তত প্রাথমিক সংস্কারে কিছুটা স্বস্থি এসেছে বলে জানালেন যানবাহন চালকরা।অপরদিকে কর্তৃপক্ষ যে ভাবে সড়ক সংস্কার করেছেন বারবার এইভাবে সংস্কার করে ক’দিন পরে আবার তা পূর্বাবস্থায় ফিরে আসে।সুতরাং জনস্বার্থে টেকসই সংস্কারের দাবী জানিয়েছেন অধিকাংশ পৌরবাসী।
এদিকে স্বচিত্র সংবাদ প্রকাশের বিষয়টির বিরোধীতা করে পৌর কর্তৃপক্ষ ১৬ এপ্রিল স্থানীয় একটি অনলাইন গনমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।উক্ত প্রতিবাদে কর্তৃপক্ষ উয়নের ফিরিস্তি দাবী করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদের বিরোধীতা জানিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM