শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারে রাখাইনদের জলকেলী উৎসব শুরু

কক্সবাজারে রাখাইনদের জলকেলী উৎসব শুরু

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজার ১৭ এপ্রিল ১৯
কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু হয়েছে। রাখাইন পঞ্জিকা মতে ১৬ এপ্রিল শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮০ সাল। আর ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন ১৩৮১ রাখাইন বর্ষ। রাখাইন বর্ষকে বিদায় ও বরণে প্রতি বছরের মতো এবারো ‘সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুর থেকে শুরু হওয়া সাংগ্রাই উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। রাখাইন বর্ষ বিদায়ে পাপ আর কালিমা মুছে নতুন বর্ষকে বরণে রাখাইন স¤প্রদায় মেতেছে জলকেলির প্রাণের উৎসবে। শুক্রবার সমাপ্ত হবে এ উৎসবের।
শহরের পুর্ব ও পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক, ক্যাং পাড়া, হাঙর পাড়া, টেকপাড়া, বার্মিজ স্কুল রোড, বৌদ্ধ মন্দির সড়ক ও চাউল বাজার এলাকায় এক ডজন মন্ডপ তৈরী করেছে রাখাইন সম্প্রদায়।
দৃষ্টিনন্দন পোষাকে সেজে রাস্তার মোড়ে মোড়ে এবং রাখাইন পল্লীতে তৈরি করা জলকেলী প্যান্ডেলে গিয়ে একে অপরকে পানি নিক্ষেপ করে আনন্দ প্রকাশ করছে। এসময় নাচ-গানে মাতোয়ারা হচ্ছে রাখাইন আবাল-বৃদ্ধ-বণিতা।
জেলা শহর এছাড়া মহেশখালী, টেকনাফ, চকরিয়া, হারবাং, রামু, চৌফলদন্ডীসহ জেলার বিভিন্ন স্থানে একই আয়োজন চলছে।
মং মউ রাখাইন, ওয়াশে রাখাইন, ওয়ান ওয়ান রাখাইন জানান, সৈকত নগরীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের নববর্ষ উৎসব প্রতি বছরের মতো এবারও ঝাঁকঝমকপুর্ণ ভাবে উদযাপিত হচ্ছে। উৎসবের ম‚ল লক্ষ্য অতীতের সকল ব্যাথা-বেদনা, গøানি ভুলে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।
শহরের বৌদ্ধ মন্দির সড়কের অক্য মং রাখাইন বলেন, একে অপরের গায়ে পানি ছিটিয়ে অতীতের কালিমা মোছন করে হিংসা বিদ্বেষ ভুলে এগিয়ে যাবার স্বপ্ন দেখি। এটি পবিত্র ও আনন্দের।
রাখাইন স¤প্রদায়ের লোকজন গত ১৩ এপ্রিল থেকে মোমবাতি প্রজ্জলন, বুদ্ধ স্নান, পুষ্প অর্পণসহ ধর্মীয় পূজা নিয়ে ব্যস্ত ছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, জলকেলী উৎসব উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠে রয়েছে পুলিশের পাশাপাশি র‌্যাবও।
W/R/S


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM