বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
কক্সবাজার ১৭ এপ্রিল ১৯
সদ্য সমাপ্ত কক্সবাজারের ৭ উপজেলা পরিষদে নির্বাচিত ২০ প্রার্থীর শপথ অনুষ্ঠান ২৫ এপ্রল অনুষ্ঠিত হচ্ছে। ১৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।
চেয়ারম্যান ও পুরুষ-নারী ভাইস চেয়ারম্যানরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করবেন।
চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিতব্য শপথে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও মহেশখালীর নব-নির্বাচিতরা অংশ নিবেন। বুধবার নির্বাচিত প্রার্থীদের কাছে চিঠি ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্র্রাম সার্কিট সাউসের সম্মেলেন কক্ষ বেলা ১১ টায় নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইতোমধ্যে ৭ উপজেলায় ২০ জন নির্বাচিত জনগ্রতিনিধির নামে গেজেট প্রকাশ করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের দিন স্থগিত হওয়া ভোট কেন্দ্রের পূণনির্বাচন ১৭ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে।সেখানে জয়ী হওয়া নারী ভাইস চেয়ারম্যানের নামে পরে গেজেট প্রকাশ হবে।
কক্সবাজার সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, কক্সবাজার সদর উপজেলার জনগণ আমার উপর বিশ্বাস রেখে ভোট দিয়েছে। আমি চেষ্টা করবো জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে।
তিনি বলেন, বর্তমান সরকার কক্সবাজারকে ঘিরে যে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে তা দ্রুত বাস্তবায়নে ভূমিকা ও জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করতে আমার চেষ্টা থাকবে। এক কথায় উপজেলা পরিষদকে উন্নয়নের কেন্দ্র বিন্দুতে পরিণত করবো ইনশাল্লাহ।
W/R/S
মন্তব্য করুন