মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি॥
জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ৮ অক্টোবর বিকেলে ঈদগাঁও বাজারস্থ বিএনপির কার্যালয়ে সাংগঠনিক উপজেলা শ্রমিক দল আহবায়ক আবু তাহের মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহিদুর রহমান শহিদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সচিব শওকত আলম শওকত, যুগ্ম আহবায়ক মনজুর আলম, আলহাজ্ব মোহাম্মদ শফি ও সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আবছার কামাল। কাউন্সিলে শ্রমিক সমাজের অহঙ্কার পরীক্ষিত যুব নেতা মোহাম্মদ জামাল হোসেনকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, মুরাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক, পেটান আলীকে দপ্তর সম্পাদক ও মোহাম্মদ হাছানকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলন ও কাউন্সিলে সভাপতি আবু তাহের মুন্না বলেন, শ্রমিক দলকে ঢেলে সাজিয়ে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে গোটা কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সফল সাংসদ লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে শ্রমিক দল যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে ঐক্যবদ্ধ রয়েছে।
মন্তব্য করুন