বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক ॥
খোসরু আলম এর প্রথম কবিতার বই “একটি কালো গোলাপের গল্প”র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে কে.জি এন্ড মডেল হাই স্কুল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। সাহিত্যের বাচিক শিল্পচর্চার পথিকৃৎ প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমী’র আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মীসহ জেলার সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বইটির প্রকাশনা হয়। এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, এতে স্বাগত বক্তব্য রাখেন শব্দায়ন আবৃত্তি একাডেমী কক্সবাজার এর পরিচালক জসীম উদ্দিন বকুল। “একটি কালো গোলাপের গল্প” বই থেকে খোসরু আলমের স্ত্রী অধ্যাপক সেলিমা আলমের একটি কবিতা পাঠের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচিত হয়। এসময় কবি খোসরু আলমের বর্ণিল জীবন এবং তার সাথে কাটানো সময় নিয়ে অনুভূতি ব্যক্ত করেন জেলার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিরা। অনুভূতি ব্যক্ত করেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ সমেস্বর চক্রবর্তী, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক নুরুল আজিজ চৌধুরী, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, অধ্যাপক আজীজুর রহমান, অধ্যাপক শিরিন নূর চৌধুরী, কবি সিরাজুল হক সিরাজ, বিশ্বজিত সেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, শিল্পি অর্নশর্মা প্রমুখ। এসময় কবি খোসরু আলমের বন্ধু ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সহ-সভাপতি খলিলুর রহমান মজু তার অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে “একটি কালো গোলাপের গল্প” বই থেকে একটি করে কবিতা পাঠ করেন, পরেশ কান্তি দে, শামিম আক্তার। শব্দায়ন আবৃত্তি একাডেমী’র পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন প্রতিষ্ঠানটির পরিচালক জসীম উদ্দিন বকুল, দৈত কবিতা আবৃত্তি করেন, শারমিন শওকত চৌধুরী ও মিনহাজ চৌধুরী, একক কবিতা আবৃত্তি করেন, জোৎসানা ইয়াসমিন, করবী পাল, তৌদিহ, পারিয়েল সামিহা শারিকা, গান পরিবেশন করেন, শব্দায়ন আবৃত্তি একাডেমী’র রামু উপ-কেন্দ্রের উপ-পরিচালক মানুষ বড়–য়া, প্রবির বড়–য়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন, শব্দায়ন আবৃত্তি একাডেমী’র সহকারী পরিচালক, শারমিন শওকত চৌধুরী, জোৎসনা ইয়াসমিন ও প্রশিক্ষক করবী পাল। এসময় একাডেমী’র গিয়াস উদ্দিন মিলন, শাশ্বতী বড়–য়াসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শব্দায়ন আবৃত্তি একাডেমী’র পক্ষ থেকে কবি খোসরু আলমকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বইটির মোড়ক উন্মোচন ও অনুভূতি প্রকাশের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কক্সবাজার জেলা সভাপতি পঙ্গজ বৈদ্য।
মন্তব্য করুন