মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
পেকুয়া প্রতিনিধি॥
পেকুয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. সাহাবউদ্দিন ফরায়েজী(৫৯)র’ গত ৬ অক্টোবর রাতে দূর্বৃত্তের হামালায় নির্মমভাবে খুন হন।(ইন্না লিল্লাহী ওয়াইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যা, পুত্রবধু, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার কক্সবাজার শহর ও চকরিয়ায় ২দফা জানাজা শেষে তার লাশ পেকুয়া উপজেলা টইটং ইউনিয়নের বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে এবং সাড়ে ১১টায় মরহুমের নিজ বাড়িস্থ সামাজিক মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান ও উপজেলা ছত্রলীগ নেতা হাফেজ হাছান মেহেদী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। নিহত আওয়ামীলীগ সভাপতির জানাজায় উপজেলার বিভিন্ন পেশাজীবি, স্কুল, কলেজ, মাদ্রসা প্রতিষ্টানের কর্মরত শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাবসায়ীরা অংশ নেয়।
তিনি রাজনৈতিক জীবনে আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। দীর্ঘ দিন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদের দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও জাপা নেতা আল্হাজ¦ মোঃ ইলিয়াছ এমপি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন বিএ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. কামাল হোছাইন, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান এ.টি.এম জিয়া উদ্দিন জিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
পেকুয়া আওয়ামীলীগ :
পেকুয়া উপজেলা আওয়মীলীগের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, সদরের সভাপতি আযম খান, সম্পাদক বেলাল উদ্দিন, মগনামার সভাপতি চেয়ারম্যান খাইরুল এনাম, সম্পাদক রশিদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাসেম, উজানটিয়ার সভাপতি তোফাজ্জল করিম, সম্পাদক শাহজামাল মেম্বার, রাজাখালীর সভাপতি নুরুল ইসলাম বিএসসি, সম্পাদক আবুল কাসেম আযাদ, শীলখালীর সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সম্পাদক বেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এস.এম ছগির আহমদ আজগরী, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা নুরুল আলম এমইউপি, ইউনিয়ন আ’লীগনেতা তাজউদ্দিন ভুট্রো, টইটং ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ কবির আহমদ এমইউপি, টইটংয়ের সভাপতি ছরওয়ার কামাল, সম্পাদক জাহেদুল ইসলাম চৌং, বারবাকিয়ার সভাপতি আবুল হোসেন শামা, সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মো. বারেক, উজানটিয়ার চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গনি, সম্পাদক নেজাম উদ্দিন, ছাত্রলীগের আহবায়ক এম কফিল উদ্দিন বাহাদুর, প্রজম্মলীগের সভাপতি মোকাতার আহমদ, সাধারণ সম্পাদক ম্ঃো ইসমাঈল, মোঃ এহছান, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ হেফাজ উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক রাশেদ কামাল, পেকুয়া উপজেলা সু-চিন্তা ফউন্ডেশনের আহবায়ক এড.রাশেদুল কবির, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রেজা, পেকুয়া উপজেলা ওলামালীগ নেতা ডা. মৌ শফিকুর রহমান চৌধুরী, জাকের উল্লাহ জালালী, আব্দুল লতিফ সিকদার বুলবুল, মুনিরুল মন্নান, জাকের হোসন, জামাল হোসেন, নুরুল আমিন ও মৌলভী কহিনুর প্রমূখ।
পেকুয়া উপজেলা জাতীয় পার্টি:
জাতীয় পাির্টর যুগ্ন আহবায়ক সেলিমুল আহসান চৌধুরী, দেলোয়ার করিম চৌধুরী, মোঃ হোসেন সিকদার, সদস্য সচিব এম.দিদারুল করিম, জাপা নেতা হাজ¦ী বদিউল আলম, মিজবাহ উদ্দিন মিন্টু, শাহেদুল ইসলাম, হাজ¦ী জামাল উদ্দিন, শাহাদাত হোছাইন, নুরুন্নবী, অলি উল্লাহ, মৌলভী হেফাজ উদ্দিন, পেকুয়া সদর জাতীয় পর্টির আহবায়ক সাবেক ইউপি সদস্য আহমদ হোসেন, জাপা নেতা কামাল হোসেন সওঃ, আকতার হোসেন, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টি’র আহবায়ক মোঃ আলম ফরায়েজী, সদস্য সচিব কাউছার হামিদ, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টি’র সভাপতি ইউপি সদস্য হোছাইন শহিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আছিফ, জাপা নেতা ডা. নুরুল আমিন, মনিরুল ইসলাম, বারবাকিয়া জাতীয় পার্টির আহবায়ক মোঃ নন্না মিয়া, সদস্য সচিব জয়নাল আবেদীন জনি, টইটং ইউনিয়ন জাতীয় পাির্ট’র আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব আনিছুর রহমান, বেলাল উদ্দিন, ছৈয়দ আলম, বদর আলম, মোঃ হারুন-উর-রশিদ, মহিলা নেত্রী দিলুয়ারা বেগম, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র আহবায়ক সাবেক ইউপি সদস্য রেজাউল করিম বজল, রহমত উল্লাহ, আকতার হোসেন, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টি’র আকবায়ক আলমগীর সাও, ছরওয়ার আলম, নাজিম উদ্দিন, উপজেলা যুব সংহতির সভাপতি শকিল সাজ্জাত চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ছাত্র নেতা আরমান ও জুয়েল প্রমূখ। নেতৃবৃন্দরা মরহুমার রুহে আত্মার মগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পেকুয়া উপজেলা প্রেস ক্লাব
পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এম.এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম.দিদারুল করিম(পূর্বদেশ), শেখ মোহাম্মদ হানিফ(প্রথমআলো), নেতৃবৃন্দ যথাক্রমে এম.কপিল উদ্দিন(পূর্বকোণ), রেজাউল করিম রেজা(সকালের কক্সবাজার), নাজিম উদ্দিন(কক্সবাজার), ছগির আহমদ আজগরী(সমূদ্রবার্তা), শাকাওয়াত হোছাইন সুজন(ভোরের কাগজ), মুহাম্মদ হাসেম(আজকের কক্সবাজার), হাজ¦ী জালাল উদ্দীন(কক্সবাজার বার্তা) ও মোহাম্মদ ইমরান হোছাইন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুধবার সকালে উপজেলার টইটং ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকার বটতলী মালঘাড়া নামক এলাকা থেকে দূর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত আ’লীগ সভাপতি ফরায়েজী’র এ লাশ উদ্ধার করা হয়।
গত বুধবার সকাল পৌনে ১০টায় সহকারী পুলিশ সুপার মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
মন্তব্য করুন