নিজস্ব প্রতিবেদক ॥
টেকনাফ বাহারছড়ায় হালনাগাদ ভোটার তালিকার কাজ গতকাল সম্পন্ন হয়েছে। গত ৮ অক্টোবর বাহারছড়া নতুন ইউনিয়ন পরিষদে সকাল ১০টায় কার্যক্রম শুরু হয়। পুরো ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের সময় প্রায় ১৬শত নতুন ভোটার তালিকাভূক্ত হলেও যাঁচাই বাছাইয়ের পর ১২৪৯জন ছবি তোলার সুযোগ পায়।
ঝড়-বৃষ্টির কারণে সংগ্রিহিত তালিকার ১২জন ভোটার অনুপস্থিত ছিল। ছবি তোলা হয়েছে ১২৩৭জনের। যাঁচাই বাছাইয়ের পর যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সব কাগজপত্র সাবমিট করার পরও কেন তারা বাদ পড়েছে? তাদের মধ্যে বেশি হতাশ হয়েছে গরীবেরা। কেননা ভোটার তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করতে তাদের দিতে হয়েছে শ্রম আর খরচ করতে হয়েছে টাকা।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদ উল্লাহ জানান, বাদ পড়া ভোটারদের তথ্য পূনরায় যাঁচায় বাছাই করা হবে। আর বিভিন্ন কারণে যারা ভোটার হতে পারেনি তারা আগামী বছরের জানুয়ারী মাসে উপজেলা নির্বাচনী অফিসে যোগাযোগ করে ভোটার হতে পারবে।