বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

জঙ্গী গ্রেফতারের লোমহর্ষক কাহিনী

জঙ্গী গ্রেফতারের লোমহর্ষক কাহিনী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি ভবনের নিচ তলায় জেএমবি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবি চট্টগ্রামের সামরিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদসহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)  বাবুল আক্তার।  অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নতুন করে আবারও আলোচনায় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)  বাবুল আক্তার।
বন্দরনগরী চট্টগ্রামে ক্লু লেস পাঁচটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং সেই রহস্য উন্মোচন করতে গিয়ে সন্ধান করেছেন জঙ্গি আস্তানার। এই ক্লু লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে আত্মঘাতী গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাবুল আক্তার।
নিজের এবং সহকর্মীদের প্রাণের ঝুঁকি নিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন পাঁচ জঙ্গিকে।
উদ্ধার করেছেন বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড, অস্ত্র, গুলি, বিস্ফোরক। দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় পাঁচটি ক্লু লেস হত্যারহস্য উন্মোচন এবং জঙ্গি গ্রেফতার অভিযান নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে  স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা।
বাবুল আক্তারের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে বাবুল আক্তার লিখেন-
‘কিশোর বয়সে পড়ার টেবিলে বসে চুরি করে শার্লক হোমস পড়তে পড়তে রহস্যের দুনিয়াতে হারিয়ে যেতাম। ভাবতাম কত সহজেই শার্লক হোমস রহস্যের জট খুলে ফেলে। কিশোর পেরিয়ে যৌবনে এসেছি সে মেলা দিন। পুলিশে এসেছি তাও ১০ বছর পেরিয়ে গেল। এখন বুঝি শার্লক হোমস হওয়া কত কষ্টের, কত সাধনার। একটা জটিল রহস্যের জট উন্মেচন করা হিমালয় ডিঙ্গানোর চেয়ে কম নয়।
বায়েজিদ থানা এলাকায় গত মাসের ল্যাংটা ফকির ও তার খাদেম খুন হওয়ার পর থেকে সেই যে ঘুম হারাম হল………। এরই মধ্যে আবার সদরঘাট থানাতে ঈদের ১ দিন আগে ঘটে গেল তিন খুন!! পুরো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঘুম হারাম।
নানা সূত্র ধরে এগুতে এগুতে টানা পরিশ্রম করতে হয়েছে। রাতে বাসায় না ফিরে, সন্তানদেরকে নানা কথায় ভুলিয়ে – নগরে, বন্দরে, গ্রামে, পাহাড়ে, অলি গলিতে হেঁটে, কাদাপানি মাড়িয়ে সবশেষ দেখা মিলল কাঙ্খিত লক্ষ্যের। আটক হল ৫ জঙ্গি। উদ্ধার হলো ৯টি হ্যান্ড গ্রেনেড, ১ টি বিদেশি পিস্তল, ১২০ রাউন্ড তাজা কার্তুজ, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি ও জিহাদি বই, জঙ্গিদের ব্যবহৃত মোটরসাইকেল ও বাইসাইকেল।
অল্পের জন্য জঙ্গিদের ছোড়া গ্রেনেড হতে বেঁচে গেলাম আমি, আমার টিমের পাঁচ সদস্য এবং বাড়িওয়ালার স্ত্রী। পেলাম নতুন জীবন, শুকরিয়া স্রষ্টার।
আটক জঙ্গিরা স্বীকার করল উক্ত পাঁচ হত্যাকান্ডের কথা। তাদের কথামত উদ্ধার হলো ন্যাংটা ফকির ও তার খাদেম হত্যাকান্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা কাপড় চোপড় ও বাইসাইকেল। ছিনতাইয়ের সময় (ত্রিপল মার্ডার) ব্যবহৃত মোটরসাইকেল।
শেষ হলো একটি মাসের পরিশ্রম, উন্মেচিত হলো জমাট বাঁধা রহস্য, যে রহস্যের ছিল না কোনো কূল কিনারা ( ক্লু-লেস ক্রাইম)। যে রহস্যের শুরু হয়েছিল বায়েজিদে, সে রহস্য শত মাঠ ঘাট, শহর, বন্দর, পাহাড়, নদী পার হয়ে এসে শেষ হলো কর্ণফুলির খোয়াজনগরে।
স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের অভিযান শেষে ক্লান্তি এসে ভর করত কিনা জানি না তবে আমার মাঝে মাঝে ক্লান্তি আসে। তারপরও সবসময় বলি – “ক্লান্তি আমায় ক্ষমা করো হে প্রভু।’’
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ২৪তম ব্যাচের বিসিএস কর্মকর্তা বাবুল আক্তার ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সারদা পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শেষে প্রথম কর্মজীবন শুরু করেন র্যাব-২ এ। ২০০৮ সালে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারি কমিশনার পদে যোগ দেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পদে যোগ দিয়ে দুর্ধর্ষ ক্যাডারবাহিনী দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আলোচনায় আসেন।
চট্টগ্রামের রাউজান উপজেলার একটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেন বাবুল আক্তার।  হাটহাজারী সার্কেলে সাফলতার সাক্ষর  রেখে পদোন্নতি পেয়ে তিনি দীর্ঘদিন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। এই জেলাতেও তিনি অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করতে সক্ষম হন।
পরবর্তীতে কক্সবাজার থেকে বদলি হয়ে ২০১৩ সালের ৩ নভেম্বর থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালের ১৪ জুলাই সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেন। মিশনে এক বছর দায়িত্ব পালন শেষে গত দেড়মাস পূর্বে বাবুল আক্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ জোনে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে যোগ দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM