মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

শহীদ মিনারে মেডিক্যাল ভর্তীচ্ছুদের ফের অবস্থান

শহীদ মিনারে মেডিক্যাল ভর্তীচ্ছুদের ফের অবস্থান

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফের অবস্থান নিয়েছে মেডিক্যাল ভর্তীচ্ছুরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা শহীদ মিনারে এসে জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছে। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ তাদের কাছে আছে। এই প্রমাণ তারা সরকারকে দিতে চাইলেও সরকার তা গ্রহণ করছে না। এ সময় বিভিন্ন মেডিক্যাল কলেজের কিছু শিক্ষার্থী নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শহীদ মিনারে আসেন।

গতকাল বুধবার আন্দোলনকারীদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এদিনই রাজধানীর শাহবাগে রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। মেডিক্যাল কলেজে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সূত্র-কালের কণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM