বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন

রানীর কোলজুড়ে আসছে নতুন অতিথি

রানীর কোলজুড়ে আসছে নতুন অতিথি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:
1441188000কয়েক সপ্তাহের ছড়ানো গুজবের পর এবার নিশ্চিত খবর যে রানী মুখার্জির কোলজুড়ে আসছে নতুন অতিথি। অবশ্য এসব ব্যাপারে কোথাও কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তবে খবরের সত্যতা স্বীকার করেছেন রানীর ভাবি টিভি অভিনেত্রী জ্যোতি মুখার্জি। বলেছেন, ‘হ্যাঁ, ঘটনা সত্য। মা হতে চলেছে রানী।’ খবর  টাইমস অব ইন্ডিয়ার।

গত বছরের ২১ এপ্রিল চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন বলিউডের এই অভিনেত্রী। সূত্র জানিয়েছে, জানুয়ারিতেই রানী-আদিত্যর ঘরে আসছে নতুন অতিথি।

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লন্ডনে অবস্থান করছিলেন হবু বাবা-মা। সপ্তাহ খানেক আগে ফিরেও আসেন মুম্বাইয়ে। হয়তো যাবেন আবারও। তবে এখন রানী-আদিত্য দম্পতি কোথায় আছেন, তা কেউই জানে না। তাই অনেকের প্রশ্ন, ‘চোপড়া’ পরিবারের নতুন সদস্যটি কি লন্ডনেই জন্ম নেবে? এর জবাব হলো, না। মুম্বাইতেই জন্ম নেবে অভিনেত্রী মা ও নির্মাতা বাবার প্রথম সন্তান, জানিয়েছেন রানী-আদিত্যর ঘনিষ্ঠজন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM