বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
গত বছরের ২১ এপ্রিল চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন বলিউডের এই অভিনেত্রী। সূত্র জানিয়েছে, জানুয়ারিতেই রানী-আদিত্যর ঘরে আসছে নতুন অতিথি।
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লন্ডনে অবস্থান করছিলেন হবু বাবা-মা। সপ্তাহ খানেক আগে ফিরেও আসেন মুম্বাইয়ে। হয়তো যাবেন আবারও। তবে এখন রানী-আদিত্য দম্পতি কোথায় আছেন, তা কেউই জানে না। তাই অনেকের প্রশ্ন, ‘চোপড়া’ পরিবারের নতুন সদস্যটি কি লন্ডনেই জন্ম নেবে? এর জবাব হলো, না। মুম্বাইতেই জন্ম নেবে অভিনেত্রী মা ও নির্মাতা বাবার প্রথম সন্তান, জানিয়েছেন রানী-আদিত্যর ঘনিষ্ঠজন।
মন্তব্য করুন