শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

ক্রিকেটার শাহাদাত ৩ দিনের রিমান্ডে

ক্রিকেটার শাহাদাত ৩ দিনের রিমান্ডে

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স॥
নারী ও শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহম্মদ ইউসুফ হোসেন এই আদেশ দেন।
মঙ্গলবার মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। ঐদিনই শুনানি শেষে জামিন ও রিমান্ড বআবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
একই মামলায় শাহাদাতের স্ত্রী নিত্যকে মালীবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় আদালত।
শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (২) ধারায় মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। মামলায় শাহাদাত ও নিত্যকে আসামি করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM