মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

‘হিরো’ দেখলে সালমানের উপহার

‘হিরো’ দেখলে সালমানের উপহার

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:
বলিউড অভিনেতা সালমান খানের সাম্প্রতিক প্রোডাকশনের ছবি ‘হিরো’ মুক্তি পেয়েছে আজ শুক্রবার। এই ছবি দেখলেই সালমানের কাছ থেকে উপহার মিলবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এবিপি আনন্দের।
1441962548
খবরে বলা হয়, ‘হিরো’ ছবির প্রমোট করতে অভিনব ভাবনা গ্রহণ করেছেন সালমান। তিনি ভক্তদের কথা দিয়েছেন, ডাকযোগে তাকে এই ছবির টিকিট পাঠালে তিনি প্রথম ১০০টিতে সই করে সেগুলি তাদের ফেরত পাঠিয়ে দেবেন।

টুইটারে সালমান লিখেছেন,  ‘হিরো’ দেখুন। আপনার টিকিটটা আমাকে পাঠিয়ে দিন। আমি ১০০টায় সই করব। হতে পারে, তার মধ্যে আপনারটাও আছে। আপনার টিকিট পাঠিয়ে দিন পোস্ট বক্স ৯৮০৮ বান্দ্রা (ওয়েস্ট) পোস্ট অফিস, মুম্বই ৪০০০০৫০ ঠিকানায়। আপনার নাম, ঠিকানা, টুইটার হ্যান্ডলও উল্লেখ করুন।

প্রসঙ্গত, রোমান্টিক ‘হিরো’ ছবিতে নতুন দুই মুখ সূরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টিকে হাজির করছেন সালমান। ছবিটি পরিচালনা করছেন নিখিল আডবাণী। সুভাষ ঘাইয়ের পরিচালনায় তৈরি ১৯৮৩-র ছবি হিরো-র রিমেক এটি। সেই ছবিতে নায়ক ছিলেন জ্যাকি শ্রফ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM