মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
টুইটারে সালমান লিখেছেন, ‘হিরো’ দেখুন। আপনার টিকিটটা আমাকে পাঠিয়ে দিন। আমি ১০০টায় সই করব। হতে পারে, তার মধ্যে আপনারটাও আছে। আপনার টিকিট পাঠিয়ে দিন পোস্ট বক্স ৯৮০৮ বান্দ্রা (ওয়েস্ট) পোস্ট অফিস, মুম্বই ৪০০০০৫০ ঠিকানায়। আপনার নাম, ঠিকানা, টুইটার হ্যান্ডলও উল্লেখ করুন।
প্রসঙ্গত, রোমান্টিক ‘হিরো’ ছবিতে নতুন দুই মুখ সূরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টিকে হাজির করছেন সালমান। ছবিটি পরিচালনা করছেন নিখিল আডবাণী। সুভাষ ঘাইয়ের পরিচালনায় তৈরি ১৯৮৩-র ছবি হিরো-র রিমেক এটি। সেই ছবিতে নায়ক ছিলেন জ্যাকি শ্রফ।
মন্তব্য করুন