আলোকিত কক্সবাজার ডেক্স ॥
যৌনতা নিয়ে আসারাম বাপুর লেখা বই পড়ানো হচ্ছে ভারতের ছত্তিশগড়ের স্কুলে। জোড় করে ছাত্রছাত্রীদের এই বই পড়ানো হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তের নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য রাজ্যের দক্ষিণ বস্তার জেলার কোন্ডাগাঁওয়ের এক স্কুলে বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপুর এই বই পড়তে ছাত্রছাত্রীদের বাধ্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। যৌনতা নিয়ে নান পরামর্শ দেওয়া হয়েছে এই বইয়ে। দিব্য প্রেরণা প্রকাশ নামে এই বইটিতে লেখা হয়েছে, কেউ যদি যৌনতাকে প্রশ্রয় দিতে চায় তাহলে তার দার্শনিক সক্রেটিসের শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। বইতে আরও লেখা হয়েছে, যৌন চাহিদা কখনওই মেটে না। একজনের জীবনকে অর্থহীন ও বিধ্বস্ত করে দেয় এই চাহিদা।
ছত্তিশগড় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বস্তারের স্কুলে এই ধরনের কোনও বই পড়ানোর নির্দেশনামা নেই। তাসত্ত্বেও কেন এই ধরণের বই পড়ানো হচ্ছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। – সূত্র : কলকাতা ২৪ –
মন্তব্য করুন