আলোকিত কক্সবাজার ডেক্স ॥
মাথা ও দেহটা কুমীরের মতো। তবে হাত পা ও লেজের আকৃতিটা দেখলে খটকা লাগবে। সরু লেজ ও লম্বা পা দেখতে মনে প্রশ্ন জাগতেই পারে, ঠিক কোন প্রাণী এটা? ঘটনা হল, এমন অদ্ভূত প্রাণী এখনও নিজের পরিচিতি পায়নি।
রহস্যময় এই শঙ্কর প্রজাতির প্রাণীটি থাইল্যান্ডের গ্রামের মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। লোকালয়ে ঢুকে পড়া প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।
থাইল্যান্ডের ওয়াংঘিন এলাকার পাহাড়ে প্রথম দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীকে। মনে করা হচ্ছে, ষাঁড়টি একটি সুস্থ শাবক প্রসব করেছিল। কিন্তু সে যত বড় হতে থাকে, তা কুমীরের মতো আকার ধারণ করে। এই অদ্ভূত ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে সকলেই ধোঁয়াশায়। গ্রামবাসীদের বিশ্বাস, এই অভূতপূর্ব প্রাণী গ্রামে সৌভাগ্য নিয়ে আসবে।
মন্তব্য করুন