মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৭ নেতা আটক

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৭ নেতা আটক

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স ॥

হাটহাজারীতে গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৭ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা সদরে একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক সাতজনের মধ্যে উপজেলা ‍ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন (২৮) আছে।  বাকি ছয়জন জামায়াত নেতা বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রাষ্ট্রবিরোধী নাশকতা সংঘটনের জন্য গোপন বৈঠক করছিলেন জামায়াত-শিবিরের নেতারা।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বাংলানিউজকে বলেন, আটক হওয়া সাতজনই জামায়াত-শিবিরের পদস্থ নেতা।  একজন শিবিরের সভাপতি।  বাকি ছয়জন জামায়াত ইসলামীর দায়িত্বশীল নেতা।  তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।

মোবারকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি এবং বিস্ফোরক আইনে হাটহাজারী থানায় দু’টি মামলা আছে বলে তিনি জানান।

চলতি বছর হাটহাজারীতে ট্রাকে পেট্রল বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মোবারক অভিযোগপত্রভুক্ত আসামি বলে তিনি জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM