নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজারের টেকনাফে চিহ্নিত মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। বুধবার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানবপাচারকারীর নাম রশিদ মিয়া(৪০)। তিনি স্থানীয় মৃত কালা চানের পুত্র।
জানা যায়, স্থানীয় মানবপাচারকারী সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আমিনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মানবপাচারকারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে
মন্তব্য করুন