সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ভর্তি প্রক্রিয়া চলছে, এখন কিছুই করা সম্ভব নয়: স্বাস্থমন্ত্রী

ভর্তি প্রক্রিয়া চলছে, এখন কিছুই করা সম্ভব নয়: স্বাস্থমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অযৌক্তিক আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না। ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা দাবি আদায়ের চিন্তা করছেন তাদের আশা পূরণ হবে না। তিনি বলেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পক্ষ থেকে সচিবালয় ক্লিনিকে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ সব কথা বলেন নাসিম। সচিবালয়ে বুধবার দুপুরে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরু্ল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM