বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন

সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ঃ আহত-৮

সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ঃ আহত-৮

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার কেরানীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যান সংর্ঘষে  হতাহতের এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে  আহত ও নিহতদের নাম পরিচয়  জানাতে পারেনি পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার-সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, একটি দুর্ঘটনা হয়েছে শুনেছি। সেখানে আমাদের ফোর্স পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানি না।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাস ও বিপরীত মুখী পিকআপভ্যানের সংর্ঘষ হলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪/৫ জন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM