বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি॥
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরাজিকে গতরাতে খুন করা হয়েছে। আজ সকালে পেকুয়ার টৈটং দুর্গম পাহাড়ী এলাকার মালঘর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফরাজি স্থানীয় পশ্চিম সোনাইছড়ি আমিন শরিফ মিয়ার বাড়ি নামক স্থানের মৃত মৌলভী গোলাম হায়দারের পুত্র। তবে তাৎক্ষনিক হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
পরিবার জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পেকুয়া টৈটং বটতলি এলাকায় সালিশি বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাত্রে বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হয়। পরে থানায় মৌখিক অভিযোগও করা হয়।
আজ সকালে টৈটং দুর্গম পাহাড়ী এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তারা জানেন না।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাকিব জানান, লাশের মুখে, গলায় আর শরিরে বিভিন্ন স্থানে আঘাতের ”িহ্ন রয়েছে। মায়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সাথে যে জড়িত থাকুক না কেন ইইনের আওতায় আনা হবে।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
মন্তব্য করুন