রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
দলের কেউ কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির স্লোগান ‘জয় বাংলা’ নয় ‘বাংলাদেশ জিন্দাবাদ’। বিএনপির সমর্থনের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, বিএনপিই জাপার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাই তারাই আজ ধ্বংসের মুখে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন পাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। সরকারের ভেতরে থেকেই বেশকিছুদিন ধরে সরকারের নানা সমালোচনা করে আসা প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবার বললেন, সব কর্মকাণ্ডের জবাব আগামী নির্বাচনে তারা পাবে। প্রসঙ্গত সরকারের সমালোচনা করে এরশাদের কুমিল্লায় দেয়া বক্তব্য সরকারের ভেবে দেখা উচিত বলে জানিয়েছিলো বিএনপি। আজ বুধবার সিলেটের দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ের শুরুতেই এর জবাব দেন তিনি। এ সময় তিনি বলেন, রাজনীতির পথে তার দল একাই চলতে চা
মন্তব্য করুন