বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

৭ অক্টোবর পৃথিবীতে কি হতে চলছে ভয়ঙ্করতম কিছু!

৭ অক্টোবর পৃথিবীতে কি হতে চলছে ভয়ঙ্করতম কিছু!

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
২০১১-য় তাদের বার্তা ছিল পুরোপুরি ফ্লপ। তাতে কি? আবার সেই একই সতর্কবার্তা নিয়ে হাজির এক খ্রিস্টান অরগানাইজেশন। তাদের অনুমানের উপর ভিত্তি করে ফের তারা জানান দিচ্ছে শেষের সেদিন এসে গিয়েছে। তাদের দাবি, বাইবেল অনুযায়ী ৭ অক্টোবরের কথাই বলেছেন ভগবান। এদিন শেষ হয়ে যাবে পৃথিবী। দলের প্রতিষ্ঠাতা ক্রিশ ম্যাক্কান একথা বলেছেন দ্য গার্ডিয়ান পত্রিকাকে।

তিনি বিশ্বাস করেন আগের অনুমানটাও ঠিকই ছিল। কিন্তু, ভগবান সেটা হতে দেননি। কিন্তু, তখন থেকেই তিনি হিসেব করে চলেছেন যে বিচারের শেষ দিনে কে বাঁচবে আর কে নয়। তিনি আরও জানিয়েছেন, একবার পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন ভগবান। জলে ডুবিয়ে দিয়েছিলেন সবকিছু। সেইসময়ই রক্ষাকর্তা হয় নোয়া। এবার তাঁর লক্ষ্য আগুনে পুড়িয়ে শেষ করে দেবেন পৃথিবীটাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM