বিনোদন ডেক্স॥
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একে অপরের প্রেমে মজেছেন এমন গুঞ্জন অনেকদিন ধরেই বলিউড পাড়ায়। দীপিকাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে ফুল নিয়ে যাওয়া থেকে শুরু করে ভক্তদের ভিড়ে দীপিকার বডিগার্ড হয়ে দেখা যাওয়ায় ধারণা করার যথেষ্ট কারণ ছিল যে তাদের সম্পর্ক বন্ধুত্বে সীমাবদ্ধ নেই আর। এ নিয়ে দুজনেই এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও এবার হাটে হাঁড়ি ভেঙেছে তাদের।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যমে এই জুটির চুম্বনরত অবস্থার ছবি প্রকাশ হয়েছে। প্রথমে দেখে মনে হতে পারে সিনেমার কোন শুটিং চলছে। কারণ এতদিন যারা নিজেদের শুধু বন্ধু পরিচয় দিয়ে এসেছেন তাদের পর্দার বাইরে এমন অবস্থায় দেখতে কিছুটা হলেও অপ্রস্তুত ছিল সবাই। অবশ্য বড় হ্যাটে ঢাকা থাকায় গোপনীয়তা একটু হলেও রক্ষা হয়েছে।
দুজনকেই ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে দেখা যায় মুম্বাই এয়ারপোর্টের বাইরে। দীপিকাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়েছিলেন রণবীর। বিদায় মুহূর্তে রণবীরের ঠোটে ঠোট মেলান দীপিকা। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতেও দেরি করেননি ছবিশিকারীরা।
সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবি বাজিরাও মাস্তানিতে দেখা যাবে এই জুটিকে। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
মন্তব্য করুন