সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

উজবেকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ স্বাগতিক যুবাদের

উজবেকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ স্বাগতিক যুবাদের

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সাবাজর ডেক্স॥
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উজবেকিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন অধরাই থেকে যায় স্বাগতিক যুবাদের।

উজবেকিস্তান বড় দল এতে সন্দেহ নেই। তবে লড়াই করার মানসিকতা থাকতে হবে। কেবলমাত্র সেটাই দেখা গেছে লাল-সবুজের যুবাদের। একের পর এক আক্রমণ করেছেন মাসুক মিয়ারা। কখনো পোস্টে, কখনো গোলকিপার খামরয়েভের হাতে লেগে শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বপ্ন। তবে শুরু থেকে শেষ পর্যন্ত একই দক্ষতায় খেলেছে উজবেকিস্তান। তাই গ্রুপের সেরার তকমাটাও নিয়ে গেছে তারাই।

ম্যাচ রেফারি ওমানের আবদুল্লাহ মোহাম্মদ আল হিলালী বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দিতেই দ্বিতীয় মিনিটে গোল হজম করে
বাংলাদেশ। তার আগে প্রথম মিনিটেই স্বাগতিকদের হার্টবিট বাড়িয়ে দেন গানিজোনভ বেগজোদ। মাঝ মাঠ থেকে বল নিয়ে একাই ঢুকে পড়েন তিনি বাংলাদেশের বিপদ সীমানায়। বক্সে ঢুকেই বেগজোদের জোরালো শটে বল ক্রসবারে লেগে মাঠে ফিরে আসে। তবে দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতরে জটলা থেকে ফরোয়ার্ড দসতোন ইবরাজিমভ শট করে বল জালে প্রবেশ করান। হোঁচট খাওয়ার পর এবার রক্ষণাত্মক কৌশলে খেলা শুরু করে মাসুক মিয়ার দল। মিনিট দুয়েক পর বক্সে বল পেয়েও সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। ৬০ মিনিটে অনিকের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নেন রাব্বি। কিন্তু সহজেই বল গ্রিপে নিয়ে নেন উজবেক গোলকিপার খামরয়েভ। তবে বাংলাদেশের অতিমাত্রায় রক্ষণাত্মক খেলাতেই দীর্ঘক্ষণ আর গোলের মুখ দেখেনি সফরকারীরা।

এর পরে খেলার ৬২ মিনিটে ব্যবধান বাড়ান সেই দস্তন ইব্রাজিমভ। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বাংলাদেশের তিন ডিফেন্ডারকে কাটিয়ে গড়ানো শটে বল জালে পাঠান তিনি। খেলার ৭৯ মিনিটে আব্দিজলিকভ বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশের বক্সে। গোলকিপার আনিসুর রহমানকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই বদলী ফরোয়ার্ড। ইনজুরি সময়ের শেষ মিনিটে বক্সে ঢুকে জোরাল হেডে বাংলাদেশের জাল কাঁপান বদলী মিডফিল্ডার শোখরব নূরুল্লভ। শেষ পর্যন্ত ৪ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM