মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান মাহমুদুর রহমান অভিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আটকের তথ্য নিশ্চিত করা হয়।
মাহমুদুর রহমান রাজশাহী অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের রাজশাহী অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহমুদুর রহমান। দলের সদস্য বাড়ানো ও সাংগঠনিক তৎপরতা কার্যক্রম গোপনে চালিয়ে আসছিলেন তিনি। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জানান, ছয় মাস ধরে মাহমুদুর রহমানের ওপর নজরদারি রাখছিল আমাদের আইসিটি ইউনিট। জঙ্গি সংগঠন আইএস’র সঙ্গেও তার যোগাযোগ আছে। সূত্র সকালের খবর র ডেক্স
মন্তব্য করুন