আলোকিত কক্সাবাজর ডেক্স॥
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসআইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই।’
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের অন্যান্য ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সেও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইজিপি বলেন, ‘অতীতে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ, চরমপন্থী, নাশকতাকারী এবং অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। সেই সাফল্য ধরে রাখতে হবে। দেশে জেএমবি, হুজিসহ ভিন্ন নামে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেজন্য জঙ্গিদের অপতত্পরতার ব্যাপারে সর্তক ও সজাগ থাকতে হবে। ইতালি ও জাপানের দুই জন নাগরিক হত্যার সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করা হবে।’
মন্তব্য করুন