সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

সেপ্টেম্বর মাসে ১২২টি ধর্ষণের ঘটনা ঘটেছে : মহিলা পরিষদ

সেপ্টেম্বর মাসে ১২২টি ধর্ষণের ঘটনা ঘটেছে : মহিলা পরিষদ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ১২২টি ধর্ষণের ঘটনাসহ মোট ৪৩২টি নারী ও মেয়ে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিষদ থেকে বলা হয়, সেপ্টেম্বর মাসে সারাদেশে ১৬ জনকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ১১ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয় ১২ জনকে।
এই একমাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন ১৩ জন আর যৌন নির্যাতনের শিকার হয়েছে তিনজন। এসিড নিক্ষেপ করা হয়েছে দুজনকে।
সেপ্টেম্বরে আট নারী ও শিশু পাচারের শিকার হয়েছেন। এর মধ্যে পতিতালয়ে বিক্রি করা হয়েছে একজনকে। এছাড়া যৌতুকের জন্য হত্যা করা হয়েছে ২৬ জনকে।
গত মাসে গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন ১১ জন। এর মধ্যে হত্যা করা হয়েছে দুজনকে। বিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন নারী আত্মহত্যা করেছেন। বাল্যবিবাহের শিকার হয়েছে আটজন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM