বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

পদার্থ বিদ্যায় যৌথভাবে নোবেল জয় জাপান ও কানাডীয় বিজ্ঞানীর

পদার্থ বিদ্যায় যৌথভাবে নোবেল জয় জাপান ও কানাডীয় বিজ্ঞানীর

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
পদার্থ বিদ্যায় বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার বি. ম্যাকডোনাল্ড। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, নিউট্রিনো আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে’ এটি আবিষ্কারের কারণে কাজিতা ও ম্যাকডোনাল্ডকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে।
তাদের এ আবিষ্কার আগের ধারণার সঙ্গে এক প্রকার বিতর্ক তৈরি হয়। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনোসের কোনো ভর নেই।
এ বিষয়ে কমিটির বিবৃতিতে বলা হয়, পদার্থের গভীরে কী ঘটে, এ বিষয়ে সাধারণের ধারণা বদলে দিয়েছে তাদের গবেষণা। আগে ধারণা করা হতো নিউট্রিনোস বা অতিপারমাণবিক কণার কোনো ভর নেই। কিন্তু তারা দুইজন প্রমাণ করলেন নিউট্রিনোসের ভর রয়েছে। তা আন্দোলিতও হয়।
কাজিতা জাপানের রাজধানী টোকিওর কাশিবা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টোকিওতে কর্মরত। অন্যদিকে ম্যাকডোনাল্ড কানাডার কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কর্মরত। এই দুই গবেষক পাবেন ৮০ লাখ সুইডিশ ক্রোনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM