বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
অষ্টম বেতন কাঠামো প্রণয়ন প্রক্রিয়া চলমান থাকার সময়ই এর বিভিন্ন দিক নিয়ে আন্দোলন শুরু হবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। তখন শিক্ষকরা বলেছিল, সপ্তম বেতন স্কেলে সচিব, সিলেকশন গ্রেডের (সিনিয়র) অধ্যাপক ও মেজর জেনারেল এক নম্বর গ্রেডে থাকলেও প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন আগের তুলনায় দুই ধাপ নেমে গেছে। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখারও দাবি জানান তারা। কিন্তু সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এরপর শিক্ষকদের আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলো। কর্মবিরতিসহ নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষকরা। এর মধ্যে শিক্ষকরা অনানুষ্ঠানিকভাবে কয়েক দফা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেও সেখানে সমঝোতা হয়নি। ২ অক্টোবর শিক্ষামন্ত্রীর বাসায় শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ৬ অক্টোবর সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন