চিঠিতে সরকারি রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থানরতদের তালিকাও চাওয়া হয়েছে।
মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয় ও শরণার্থী শিবিরে রক্ষিত রোহিঙ্গাদের নাম, বাবার নাম, স্বামী-স্ত্রীর নাম, জন্মতারিখ ও ঠিকানাসহ তথ্য ও তালিকা চেয়েছে ইসি।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আলাদা চিঠিও দেওয়া হয়। তাতে বলা হয়েছে, যেসব এনজিও রোহিঙ্গাদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে তাদের তালিকা দিতে বলা হয়েছে।
রোহিঙ্গাদের ভোটার করতে জনপ্রতিনিধিরাও সম্পৃক্ত বলে গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোয়েন্দা প্রতিবেদন আসার পর ইসি নানা উদ্যোগ নেয়।
রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে আলাদা ডেটাবেইজ তৈরির পরিকল্পনা নিয়েছে ইসি। এ ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের কাছে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ইসি কর্মকর্তা।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গাদের ভোটার হওয়া বন্ধ করতে নিবন্ধিত রোহিঙ্গাদের নিয়ে আলাদা তথ্যভাণ্ডার তৈরি করছে নির্বাচন কমিশন।
জেসমিন বলেন, “এখন অন্তত নাম-ঠিকানা পেলেও তারা ভোটার হয়েছে কি না বা চেষ্টা করছে কিনা তা যাচাই করা সম্ভব হবে।”
মন্তব্য করুন