বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

পিপিপি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিলে সম্মতি রাষ্ট্রপতির

পিপিপি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিলে সম্মতি রাষ্ট্রপতির

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স: 
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫ (পিপিপি) ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল ২০১৫-তে সম্মতি জ্ঞাপন করেছেন ।
1442400533
বিভিন্ন অবকাঠামো ও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করতে দেশে প্রথম ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। চলতি বছর ১ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হলে বিলটি যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে গত ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

অন্যদিকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল ২০১৫ বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস করা হয়।
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া বিল দু’টিতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। সূত্র-দৈনিক আমাদের সময়


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM