মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
রুশ বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০টি ট্যাংক ও তিনটি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (০৫ অক্টোবর) সিরিয়ার হোমস প্রদেশের বেদখল হয়ে যাওয়া পালমিরার কাছে এ হামলাগুলো পরিচালিত হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, রুশ বাহিনীর এসব অভিযানে সুখই-৩৪, সুখই-২৪এম ও সুখই-২৫ যুদ্ধবিমান অংশ নেয়। আইএসের ১০টি স্থাপণায় ১৫টি হামলা পরিচালনা করেছে এ বিমানগুলো। এতে সম্প্রতি সিরীয় সেনাবাহিনীর কাছ থেকে আইএসের ছিনিয়ে নেওয়া ২০টি টি-৫৫ ট্যাংক ও তিনটি রকেট লঞ্চার ধ্বংস হয়।
এর আগে রোববার (০৪ অক্টোবর) সিরিয়ায় বিমান হামলা জোরদার করার ঘোষণা দেয় রাশিয়া।
মন্তব্য করুন