আলোকিত কক্সবাজার ডেক্স:
বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল কল্যাণ পার্টির এক নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমপি পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে উকিল নোটিশ পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুবিনুল হক সোমবার এই নোটিশ পাঠান।
কল্যাণ পার্টির আইন বিষয়ক সম্পাদক মুবিনুল হক তার নোটিশে সংবিধানের ৬৬ (২), ৬৬ (৪) এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) অনুচ্ছেদ অনুসারে এরশাদের এমপি পদ বাতিলের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
মুবিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদটি লাভজনক। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে লাভজনক পদে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। নির্বাচন কমিশনে পাঠানো নোটিশটি আমলে না নিলে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি । সূত্র-দৈনিক আমাদের সময়
মন্তব্য করুন