মঙ্গলবার বেলা দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়।আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানান, সকাল সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের একটি বগির ‘বাফার হুক’ ভেঙে যায়।
“এর পরপরই ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সমায়িকভাবে বন্ধ হয়ে যায়।”
পরে দুর্ঘটনা কবলিত বগির বাফার হুক মেরামত শেষে দুপুর দেড়টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায় বলে জানান তিনি।
মন্তব্য করুন