আলোকিত কক্সবাজার ডেক্স॥
জামিনে মুক্তি পাবার পর জেলগেট থেকে ফের গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দীপ্তিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এরপরই জেলগেট থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি মামলায় সোমবার দীপ্তির জামিন আদেশ আমাদের হাতে এসেছিল। যাচাইবাছাইয়ের পর সকালে তাকে মুক্তি দেয়া হয়।
কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, দীপ্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা যাচাইবাছাই করা হচ্ছে।
২২ সেপ্টেম্বর বন্দর থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
মোশাররফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
মন্তব্য করুন