বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিজিবি। ৬ অক্টোবর রাতে টেকনাফ গফুর প্রজেক্ট এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবসহ মানয়নারের ১ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী মায়নমারের মংডু ডেইল পাড়া এলাকার আমির আহম্মেদ’র পুত্র মো: রহমত উল্লাহ(২০)। এসময় পাচার কাজে ব্যবহ্নত নৌকাটিও জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া ইয়াব ও নৌকাসহ আটক ব্যক্তিকে টেলনাফ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন বিজিবি।
জানা যায়, মায়নমার থেকে কোটি টাকার ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে
৪২ বিজিবি‘র টহল দল রাতে টেকনাফ কেওড়া বাগানে নাফ নদীতে ওঁৎ পেতে থাকে। আনুমানিক সাড়ে ১২ টার দিকে একটি নৌকা মায়নমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ওঁৎ পেতে থাকা বিজিবি’র সদস্যরা ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর উপ-পরিচালক মেজন মো: জাফরুল হকে’র নেতৃত্বে নৌকাটি ধরতে চেষ্টা চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নৌকায় অবস্থানরত কয়েকজন পালিয়ে গেলেও ১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এসময় নৌকাটি তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কোটি টাকার ইয়াব উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইন ও অবৈধভাবে প্রবেশে ফলে সংশ্লিষ্ট ধারায় আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হন্তান্তর করা হবে বলে জানিয়েছেন ৪২ ব্যাটলিয়ের উপ অধিনায়ক মো:আজাহারুল আলম।
মন্তব্য করুন