বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

গাজীপুর পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার কালিয়াকৈর ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুর ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে গাজীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের হেলাপার জুবায়ের হোসেন (১৬) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত জুবায়ের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই স্থানে সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় রাজেন্দ্র বর্মন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করেছে পুলিশ।

অপরদিকে কালিয়াকৈর উপজেলার উত্তরহিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি কভার্ডভ্যানের মুখমোখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সকাল সোয়া ৬ টার দিকে উত্তরহিজলতলীর বোর্ডঘর আশুকা সিএনজি পাম্পের সামনেয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাড়িয়ে থাকা কভার্ডভ্যানের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখমোখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত এবং তিনজন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM