বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
পায়ের জাদু দেখালেন রাগবি বলটা নিয়ে। গলা ছেড়ে গাইলেন গান। নাচলেনও কিছুক্ষণ। আর্জেন্টাইন রাগবি দলের ড্রেসিংরুমটা আধা ঘণ্টা মাতিয়ে রেখেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। উচ্ছ্বাসের কারণও আছে- গত পরশু টোগোকে ৪৫-১৬ ব্যবধানে হারিয়ে রাগবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যে নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ম্যাচের সময়ও সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার মাতিয়েছেন গ্যালারি। জাতীয় পতাকা নিয়ে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন দলকে। আর্জেন্টাইন অধিনায়ক অগাস্টিন ক্রেভি ম্যারাডোনাকে পেয়ে যেন পেয়েছিলেন আকাশের চাঁদ, ‘তাঁর উপস্থিতিটা ছিল দারুণ বিস্ময়ের। ম্যারাডোনা বলেছেন পুরো আর্জেন্টিনা আমাদের পাশে আছে, তাই তিনি প্রেরণা জোগাতে এসেছিলেন আমাদের মাঝে।’
এবারের বিশ্বকাপে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম গ্যালারিতে এসেছিলেন ইংল্যান্ডকে প্রেরণা জোগাতে। তার পরও শেষ আটের আগে ছিটকে গেছে ইংলিশরা। তবে ম্যারাডোনার আবেদনটা অন্য রকম। টোগোর বিপক্ষে তাঁর উপস্থিতি দলকে বোনাস পয়েন্টসহ জেতাতে সাহায্য করেছে বলে স্বীকার করে নিলেন অধিনায়ক অগাস্টিন ক্রেভি, ‘গ্যালারিতে ম্যারাডোনার উচ্ছ্বাস দেখে অনুপ্রাণিত হয়েছি আমরা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে তিনি আমাদের উদ্দীপ্ত করার জন্য বক্তব্য দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আবারও গ্যালারিতে আসার। কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরিয়ে শেষ চারে নাম লেখালেই আসবেন তিনি।’ এপি
মন্তব্য করুন