মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

আজ কূটনীতিকদের ব্রিফিং দেবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী

আজ কূটনীতিকদের ব্রিফিং দেবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

এক সপ্তাহের মধ্যে একজন ইতালির ও একজন জাপানী নাগরিক নৃশংসভাবে খুন হওয়ার প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং দিচ্ছে সরকার।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং দেবেন।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুই বিদেশি হত্যার তদন্ত প্রক্রিয়া, বিদেশিদের জন্য গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক ইস্যু কূটনীতিকদের কাছে তুলে ধরবেন দুই মন্ত্রী। বিদেশি কূটনীতিকদের ইচ্ছায় খোলামেলা আলোচনার জন্য এই ব্রিফিং-এর আয়োজন করা হচ্ছে।

এদিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রাক্কালে সোমবার দফায় দফায় মিলিত হয়েছেন বিদেশি কূটনীতিকরা। সন্ধ্যায় অস্ট্রেলীয় হাইকমিশনারের বাসভবনে বসেন মার্কিন রাষ্ট্রদূত এবং কানাডা ও ব্রিটিশ হাইকমিশনার। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে তারা আজকের ব্রিফিং এর জন্য বক্তব্য ও অবস্থান নিয়ে আলোচনা করেন। এছাড়া বিকালে প্রায় দুই ঘণ্টা করে কূটনীতিকদের আরেকটি বৈঠক হয় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশের রাষ্ট্রদূত ছাড়াও এখানে ছিলেন যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়ার দূতগণ। তারাও বিদেশিদের নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন।

একটি সূত্র জানায়, নিরাপত্তার জন্য আজকের ব্রিফিং-এ সরকারের কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরবেন তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM