মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
এস.এ.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া গ্রামে বহিরাগত সন্দেহভাজন লোকজনের আনাগোনা বাড়ায় জনমনে আতংক দেখা দিয়েছে। এনিয়ে স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মন্তব্য করে ওই এলাকায় থানা পুলিশের নজরদারী বাড়ানোর আহব্বান জানিয়েছেন। জানা যায়, উপজেলার ৭ইউনিয়নের মধ্যে শিলখালী হলো অন্যতম একটি গ্রাম। এই এলাকার বিশাল জনঅধ্যুষিত পাহাড়ি লোকালয়ের নাম জারুলবুনিয়া। ইতিমধ্যে এ মহল্লায় সংঘঠিত হয়েছে উপকুলের প্রথম যোগাযোগ সভ্যতা জনগুরুত্বপূর্ণ বারবাকিয়া-হারবাং সংযোগ সড়কের লাখ লাখ ইট ও অন্যান্য উপকরন। রাতের আঁধারে গলা কেটে যুবক হত্যা থেকে শুরু করে গণডাকাতি নাটক ছাড়াও বেশ কিছু অপরাধ মুলক কর্মকান্ড। যার অধিকাংশরই কোন ক্লু এযাবত উদঘাটন করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। ইদানিং আবার ওই এলাকায় বহিরাগত সন্দেহভাজন লোকজনের আনাগোনা বাড়ছে জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন, এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চড়াপাড়া এলাকার সামশু ড্রাইভার নামে এক রিক্সা চালক জানিয়েছেন, প্রতিদিনের মতো গত কয়েকদিন আগে রাতের বেলায় ওই এলাকায় বসবাসকারী উপজেলার প্রবীন সাংবাদিক ছগির আহমদ আজগরীকে নামিয়ে দিয়ে ফিরে আসার পথে অচেনা এক যুবক অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সিগন্যাল দিয়ে তার রিক্সা থামায়। এসময় ওই যুবক কাকে নামিয়ে দিয়ে যাচ্ছেন জানতে চেয়ে সাংবাদিককে নামিয়ে দিয়ে ফিরছেন বলায় যুবকটি এই বলে মন্তব্য করেন যে, ওই সাংবাদিককে আমরা খুঁজছি। তাকে নাগালে পেলে খতম করে দেবে বলায় রিক্সা চালক সামশু যুবকের বাড়ি কোথায় জানতে চাইলে যুবকটি রিক্সা চালক সামশুকে শাষায়। এছাড়া, গতকিছুদিন আগে স্থানীয় দূধর্ষ নুর মোহাম্মদ বাহিনীর সাথে প্রতিদ্বন্ধী গ্রুপের সংঘর্ষের জের ধরে নুর মোহাম্মদ বাহিনীর ক্যাডাররা শিলখালীর জারুলবুনিয়া ষ্টেশন বাজারে প্রকাশ্য দিবালোকে একটি ফ্রি’চিকিৎসা ক্যাম্পে হামলা, তান্ডব, লুঠপাট ও ওই ক্যাম্প আয়োজক শিক্ষানূরাগী কমরউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত এবং পুরো ষ্টেশন জুড়ে দোকানপাটে ভাংচুর-লুঠপাট চালায়। এঘটনায় থানায় একাধিক মামলা ও অভিযোগ দায়ের হলেও তাদের গ্রেপ্তার না করায় অভিযুক্ত দূধর্ষ নুর মোহাম্মদ বাহিনী এখন সেখানে রাতের আঁধারে জারুলবুনিয়ায় পাহাড়ি এলাকার নির্বিচারে সামাজিক বনায়নের গাছ কেটে পাঁচার বানিজ্যে মেতেছে বলে মন্তব্য করেন এলাকাবাসী। স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার ডা. জাফর আহমদ এমইউপি, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাদশা মিয়া এমইউপি ও ভেডভেডীপাড়া গুরাঘোনা সমাজ কমিটির সর্দ্দার মোঃ গিয়াসুদ্দিন, খোরশেদ আলম বুরহান ছাড়াও অন্যান্য লোকজনও সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, শিলখালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুল হোসাইন কোন মন্তব্য করতে রাজী হননি। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব খোঁজ খবর নিয়ে জারুলবুনিয়ায় পুলিশি নজরদারী জোরদার করবেন বলে জানান।
মন্তব্য করুন